পতাকার চেয়ে বড় ফেলানির বুক, তাক করেছিল কার বন্দুক?
ওপার বাংলার কিংবদন্তি সংগীত তারকা কবির সুমনের কণ্ঠ প্রায়ই স্ববর থাকে সমসাময়িক ইস্যুতে। বাদ যায় না বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিও। সম্প্রতি ‘পতাকার অবমাননা’ নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি চর্চা। এই বিষয়ে কবীর সুমন ফেসবুকে একটি কবিতা লিখে নানান প্রশ্ন করেছেন।