বঙ্গভবন অভিমুখে কোটাবিরোধী শিক্ষার্থীদের গণপদযাত্রা বিনা বাধায় শাহবাগ পেরিয়েছে
কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে বঙ্গভবন উদ্দেশে যাত্রা করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে।