দম্ভের পতন, ছাত্র-জনতার জয়— আজকের পত্রিকার প্রথম শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, গত পহেলা অগাস্ট এক অনুষ্ঠানে দম্ভভরে বলেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছিলেন, “শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না।”
দম্ভের পতন, ছাত্র-জনতার জয়— আজকের পত্রিকার প্রথম শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, গত পহেলা অগাস্ট এক অনুষ্ঠানে দম্ভভরে বলেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছিলেন, “শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না।”
কিন্তু তার চার দিন পরই গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে নিভৃতে দেশান্তরি হয়েছেন তিনি। তার এই দেশত্যাগের মধ্য দিয়ে সব দম্ভের পতন হয়েছে। বিজয় এসেছে আন্দোলনকারী ছাত্র-জনতার।
আন্দোলনের মধ্য দিয়ে ‘স্বৈরশাসকের’ পতন ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছে তরুণ প্রজন্ম। রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, দেশের ইতিহাসে উনসত্তরের গণ-অভ্যুত্থানের পর এমন শিক্ষার্থী-জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তীব্র আন্দোলন আর হয়নি।
আন্দোলনের শুরু হয়েছিল গত জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে। চার দফার এই আন্দোলন ঘটনার পরিক্রমায় নয় দফা এবং সবশেষে সরকার পতনের এক দফায় গড়ায় গত শনিবার।
শুরু হয় অসহযোগের ডাক। আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ‘মার্চ টু ঢাকা’। যার শেষ পরিণতিতে গতকাল প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালানোর খবরটি আজ দেশের সকল পত্রিকার প্রধান শিরোনাম।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply