সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে বার্তা সংস্থা এ এফ পি জানিয়েছে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহেনা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। প্রতিবেদনে আরো বলা হয়েছে তার হেলিকপ্টার ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেশের পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। দুপুরের সেরা সদর দপ্তরে বৈঠক শুরু হয়েছে। জানা গেছে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপকসহ অনেকে অংশ নিয়েছেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply