হাড় কাঁপানো শীত সারা দেশে , কী আছে তিনদিনের পূর্বাভাসে?
কয়েকদিন ধরে দেশের বেশির ভাগ অঞ্চলে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ভারী কুয়াশার স্তর ঘিরে আছে চারদিক। আগামী তিনদিনেও ঠাণ্ডার এ প্রকোপ কমার সুখবর নেই। আজ সকালে আবহাওয়া অফিসের দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেল।