গত তিনদিন থেকে সূর্যের দেখা মেলেনি পঞ্চগড়ে। হিমালয় থেকে আসা হিমবায়ু বইছে এই জেলায়। সারাদিন সাদা কুয়াশার চাদরে মোড়ানো থাকছে সবকিছু। বাতাশের সাথে টিপ টিপ শিশির ঝড়ছে। এরকম আবহাওয়ায় বেড়েছে ঠাণ্ডার তীব্রতা।