চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গ্রীনহাউস সংলগ্ন একটি কুটির বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার সদ্য প্রস্তুত মদ ও বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
সোমবার দিবাগত (১ ডিসেম্বর) রাত ১২টার পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত ওই ব্যক্তির নাম সুমন চাকমা। তিনি প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মদও তৈরি করতেন। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিয়মিত তার কাছ থেকে মদ কিনতো বলে জানা গেছে।
জানা গেছে, সুমন চাকমা মদ ব্যবসার পাশাপাশি দেশীয় অস্ত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ নানা বন্যপ্রাণী শিকার করে এসবের মাংস বিক্রি করতেন।
0 Comments
No Comment YetLeave A Reply