ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’
অভিনেতা নিলয় আলমগীর ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা শাহবাজ সানি গতকাল রাতে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসি করুন, আমিন।’
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।
২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পান এই তরুণ তুর্কী। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয়।
Share On:
57 Comments
gsqFeDhPOOybDo
February 25, 2025 at 10:03pmgsqFeDhPOOybDo
February 25, 2025 at 10:03pmbvdilNlt
February 26, 2025 at 6:29pmbvdilNlt
February 26, 2025 at 6:29pmGXluFcrXVvcyTiT
February 27, 2025 at 6:17pmGXluFcrXVvcyTiT
February 27, 2025 at 6:17pmCxybJZhnTKvsQlm
February 28, 2025 at 4:01pmCxybJZhnTKvsQlm
February 28, 2025 at 4:01pmnIKIkFXyxu
March 01, 2025 at 12:57pmnIKIkFXyxu
March 01, 2025 at 12:57pmLeave A Reply