প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ জুন) ঢাকায় এসেছেন।
ঢাকা সফরকালে জিয়ানচাও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সোমবার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জিয়ানচাওয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জিয়ানচাও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
জিয়ানচাও আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তাদের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আওয়ামী লীগসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রতিনিধিদলটি বৈঠক করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply