ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিং চলাকালে আহত হন তিনি। তবে আহত হয়েও প্রাথমিক চিকিৎসা নিয়ে রাত ১২টা পর্যন্ত শুটিং চালিয়ে চান এই অভিনেতা।
জানা গেছে, ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত পান শাকিব খান। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। পরিচালক জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে নির্মাতা বলেন, আমাদের একটি দৃশ্য ছিল—দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।
0 Comments
No Comment YetLeave A Reply