শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচাত ভাইয়ের দায়ের কোপে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরশেরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম ওয়াসিম আকরাম (২৬)। তিনি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে। ওয়াসিম সিলেট সেনানিবাসের পঞ্চম বীর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করত। গত ৬ মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে ছুটিতে আসেন ওয়াসিম। সোমবার সকালে তার বাবার সঙ্গে ধান কাটতে যান তিনি। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিমকে দা দিয়ে পিছন থেকে কোপ দেয়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তার ঘাড়ে ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply