সকালে বাড়িতে বসে চা খেতে খেতে গল্প করছিলেন দুই বন্ধু। এক পর্যায়ে বাড়ি বের হন একসঙ্গে। আর বিকেলে মিলল তাদের একজনের গলা কাটা মরদেহ। এ ঘটনায় নিহতের বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার জেলায়। নিহতের নাম পীযূষ হালদার (৩৩)। নিহতের পরিবার বলছে, পীযূষের বন্ধু সঞ্জীব জাল ভোটার কার্ড, আধার কার্ড ও পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত ছিল। সে পীযূষের কাছ থেকে ৫০ হাজার টাকা নিলেও তা আর ফেরত দিচ্ছিলো না। টাকা পেতে চাপ দেয়ার কারণেই তাকে খুন করা হয়েছে।
পীযূষের মা সরলা হালদার বলেন, বৃহস্পতিবার জন্মদিন ছিল ছেলেটার। ওই দিনই মেরে ফেলল ওকে! আমাদের সংসারে ও একাই আয় করত। সঞ্জীব আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছিল না। এটা নিয়ে অশান্তি চলছিল।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply