সব মামলায় খালাস পাওয়ায় আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কারামুক্ত হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৭ বছর কারাবাসের পর তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু ইউসুফ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু ইউসুফ বলেন, ‘লুৎফুজ্জামান বাবরের মুক্তির কার্যক্রম চলছে। আশা করছি, দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। তার মুক্তির অপেক্ষায় বহু মানুষ কারাগারের সামনে হাজির হয়েছে। সবাই তার মুক্তির অপেক্ষায় আছে।’
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এদিন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। এর ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।
নেত্রকোনা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষ আনন্দ-উচ্ছ্বাস করছেন। তার নির্বাচনি এলাকা ছাড়াও ময়মনসিংহ, নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। কারামুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা।
জানা গেছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হওয়ার পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন লুৎফুজ্জামান বাবর। সেখান থেকে তিনি ঢাকার নিজ বাসায় যাবেন।
Share On:
38 Comments
tEuAzmzGutXp
February 21, 2025 at 10:15amtEuAzmzGutXp
February 21, 2025 at 10:16amvGMCuEFqpgUZEs
February 22, 2025 at 8:38amvGMCuEFqpgUZEs
February 22, 2025 at 8:38amKEmZckJGmWedFxY
March 01, 2025 at 12:59pmKEmZckJGmWedFxY
March 01, 2025 at 12:59pmxsMBrRvAEYOvo
March 02, 2025 at 4:56amxsMBrRvAEYOvo
March 02, 2025 at 4:56amvCdkhFqj
March 03, 2025 at 1:12pmvCdkhFqj
March 03, 2025 at 1:12pmLeave A Reply