প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরের নিদ্দিষ্ট শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করা যাবে।
গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
এবার যেসব শাখায় মিলবে নতুন নোট—জনতা ব্যাংকের পোস্তগোলা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, জনতা ব্যাংকের টিএসসি কর্পোরেট শাখা, ট্রাস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ব্যাংক এশিয়ার বনানী শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, যমুনা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, দি সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের বিজয়নগর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের বনানী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা, মার্কেন্টাইল ব্যাংকের আসাদগেইট শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়রগঞ্জ শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, এনআরবিসি ব্যাংকের ধানমন্ডি শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিস শাখা, ব্র্যাক ব্যাংকের সাত মসজিদ রোড শাখা, যমুনা ব্যাংকের লালমাটিয়া শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা মেইন শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের মিরপুর শাখা, এনসিসি ব্যাংকের দিলকুশা শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রায়ের বাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের উত্তরা শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, রূপালী ব্যাংকের উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, ইসলামী ব্যাংকের খিলগাঁও শাখা।
Share On:
48 Comments
gIESaLXQFDuIp
March 01, 2025 at 12:57pmgIESaLXQFDuIp
March 01, 2025 at 12:57pmYsnfLmAZMtfTCQ
March 02, 2025 at 4:55amYsnfLmAZMtfTCQ
March 02, 2025 at 4:55amEUCYSDojDWXuJmA
March 02, 2025 at 9:56pmEUCYSDojDWXuJmA
March 02, 2025 at 9:56pmldwXsBFzVWcSAsO
March 03, 2025 at 1:10pmeNqYTlEi
March 05, 2025 at 4:07pmeNqYTlEi
March 05, 2025 at 4:07pmfWrKODrN
March 06, 2025 at 7:15pmLeave A Reply