একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি পৃথকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
রাত ১২টার পর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারেরা, তিন বাহিনীর প্রধানেরা এবং বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Share On:
33 Comments
bMGhcDdmVBEbeg
March 26, 2025 at 4:47ambMGhcDdmVBEbeg
March 26, 2025 at 4:47amUiuBUdzO
March 27, 2025 at 9:49pmUiuBUdzO
March 27, 2025 at 9:49pmpaxFOtIlQCIuQ
March 31, 2025 at 9:36pmpaxFOtIlQCIuQ
March 31, 2025 at 9:36pmyfBCmpWpow
April 04, 2025 at 12:44pmkGwCwuFapOB
April 04, 2025 at 6:07pmkGwCwuFapOB
April 04, 2025 at 6:07pmKctOzhnKUlnfp
April 05, 2025 at 6:32amLeave A Reply