এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে কর্মশালা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আচরণ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা নিয়ে কর্মশালার আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এ আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ও শিক্ষক ও কর্মচারীদের আচরণ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিলো।
জানা গেছে, ৩০ জানুয়ারি দুপুর দুইটায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। পরে তিনটায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আচরণ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ দুই কর্মশালার আয়োজন করা হবে।
এ দুই কর্মশালায় অংশ নিতে শিক্ষা মন্ত্রণালয় অধীনস্ত দপ্তর অধিদপ্তরগুলোর ৩০ জন কর্মকর্তা ও দুইজন প্রতিষ্ঠান প্রধানকে বলা হয়েছে।
সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গত অক্টোবর মাসে সভা করে এমপিও শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দে একবার বদলি নীতিমালার খসড়া করা হলেও তা আলোর মুখ দেখেনি।
গত ২২ অক্টোবর অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালার খসড়া প্রস্তুত করার সিদ্ধান্ত হয়েছিলো। খসড়া প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। প্রাথমিকভাবে এমপিও শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির সুযোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Share On:
8 Comments
vCzTTSmNMNvcbv
January 30, 2025 at 1:45pmvCzTTSmNMNvcbv
January 30, 2025 at 1:45pmvBIEwzTL
March 02, 2025 at 4:57amvBIEwzTL
March 02, 2025 at 4:57amswiIEZGGcKUlE
April 28, 2025 at 8:03pmswiIEZGGcKUlE
April 28, 2025 at 8:04pmHTRdWgKOq
April 29, 2025 at 10:42amHTRdWgKOq
April 29, 2025 at 10:42amLeave A Reply