ইয়েমেনে বিমান হামলার জবাবে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার (৭ জুলাই) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সূত্রগুলো জানায়, সোমবার ভোরে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলার পর অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বিশেষ করে মৃত সাগরের (ডেড সি) তীরবর্তী অঞ্চলসহ অনেক জায়গায় সাইরেন বেজে ওঠে।
দখলদার দেশটি আরও জানিয়েছে, মিসাইলগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দেয়া হয়েছে। তবে প্রচেষ্টা সফল হয়েছে কিনা সেটি নির্দিষ্ট করে জানা যায়নি। এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, তারা আঘাত বা হতাহতের কোনও খবর পায়নি।
Share On:
4 Comments
fTKEycTTLkp
July 10, 2025 at 5:22amfTKEycTTLkp
July 10, 2025 at 5:22amogokgwgyiTdhH
July 10, 2025 at 7:35pmogokgwgyiTdhH
July 10, 2025 at 7:35pmLeave A Reply