ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ে দীপ্তি রানী সাহা (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের হাবিলি গোপালপুরের সোলজার বোর্ডের সামনে রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহত দীপ্তি রানী সাহার বাড়ি পৌরসভার চন্ডিপুর এলাকায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি জানা যায়নি।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর শহর রেলস্টেশন ত্যাগ করে হাবিলি গোপালপুর এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনের সামনে রেল লাইনের ওপর শুয়ে পড়েন। এতে শরীরের মাঝামাঝি অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রেলওয়ে পুলিশের উপস্থিতিতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply