পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন লাইটিং প্রযুক্তি ব্যবহারে কাজ করছে ভিভো। এটি স্মার্ট অরা লাইট নামে পরিচিত। প্রযুক্তি ও ফ্যাশন—এ দুইয়ের সংমিশ্রণে স্মার্টফোনপ্রেমীদের বিশেষ সুবিধা দিতে কাজ করছে প্রযুক্তি কোম্পানিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই আভাস পাওয়া যাচ্ছে।
ভিভোর নতুন স্মার্টফোন ভি থার্টিতে স্মার্ট অরা লাইট ৩.০, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের থ্রিডি কার্ভড ডিসপ্লে দেয়া হবে। এবার স্মার্ট অরা লাইট ৩.০-এ আরো পরিবর্তন আনা হয়েছে। স্মার্ট কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এবং ডিসটেন্স সেনসিটিভ লাইটিং সুবিধা থাকবে এ স্মার্টফোনে।
স্টুডিও লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে গত বছর ভি২৭ দিয়ে অরা লাইটের যাত্রা শুরু করে ভিভো। ভিভো ভি২৯-এ অরা লাইট হয়েছে আরো স্মার্ট। প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রি-ডি কার্ভড ডিসপ্লেও থাকছে নতুন এ স্মার্টফোনে। ভিভো ভি সিরিজের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটি থাকছে ভি৩০ তে। এক্ষেত্রে ডিজাইনও ঠিক রেখেছে কোম্পানি। —বিজ্ঞপ্তি
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply