গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক তিনজন হলেন— ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)। তাদের বাড়ি একই ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে।
রাত ১২টার দিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই তিন নেতা যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপের উদ্দেশ্যে বোমা তৈরি করছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।'
ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply