ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত ৩টা ৩০ মিনিট থেকে কুয়াশার কারণে পদ্মা নদীতে নৌযান চলাচলের জন্য মার্কিন বাতি দেখা বন্ধ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রোববার রাত ৩টা ৩০ মিনিটের পর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদীতে আটকা পরে। এতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে, নৌ চলাচল বন্ধ থাকায় নদী পারাপারে আসা বেশকিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। এতে আটকে পাড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৩০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে জানিয়ে তিনি বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা কোনো ফেরি আটকা আছে কিনা আমার জানা নেই।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply