বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে এ ফলাফল প্রকাশিত হয়। এবার ফলাফল প্রকাশে ছিল না কোনো আনুষ্ঠানিকতা। অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশ হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ও ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। সারা দেশের মোট তিন হাজার ৭১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, গতবার থেকে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটি কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ ও জিপিএ-৫ এক লাখ ৩৯ হাজার ৩২।
এদিকে গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply