ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর রোমহর্ষক হামলার রহস্যজট খুলতে শুরু করেছে। নিখুঁত ছক কষে হামলার পর চিহ্ন মুছে ফেলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজের চুলচেরা বিশ্লেষণ আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার ব্যবহৃত সেই মোটরসাইকেল, হেলমেট এবং ম্যানহোলে লুকিয়ে রাখা ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
পুলিশ বলছে, এই আলামতগুলো উদ্ধারের মধ্য দিয়ে নেপথ্যের কুশীলবদের শনাক্ত করার পথে এক বড় ধাপ এগিয়েছে তারা।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। তবে তদন্তকারীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে ম্যানহোলের ভেতরে লুকিয়ে রাখা নম্বর প্লেটটি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অপরাধীরা পুলিশের চোখ ফাঁকি দিতে নম্বর প্লেটটি পরিবর্তনের কৌশল নিয়েছিল, যা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধরে ফেলে সিটিটিসির একটি বিশেষ টিম।
তদন্তে উঠে এসেছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি মোট আটবার হাতবদল হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, প্রথম মালিক আব্দুর রহমানের হাত থেকে এটি শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস হয়ে ওবায়দুল, আনারুল এবং শুভর হাতে যায়। সবশেষ হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে বাইকটি কেনা হয়েছিল।
সিটিটিসি আরও জানায়, উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট এবং নম্বর প্লেটটি পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসমান হাদির ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত মূল ঘাতকদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply