ম্যাচের ৬৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় সিটি। সাভিনহো ডি-বক্সের বাইরে থেকে চিপ করেন সতীর্থকে বল দেয়ার জন্য। তবে তা ব্রেন্টফোর্ডের খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে ঢুকে যায়। এই দুই গোলের পর আরও গোল করার চেষ্টা করে সিটি। তবে গোল করতে পারেনি তারা।
এদিকে রাতের আরেক ম্যাচে ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নিউক্যাসল ইউনাইটেড। সেমিতে সিটির বিপক্ষে খেলবে তারা।
0 Comments
No Comment YetLeave A Reply