'ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ শিল্পী বেশ সরব রয়েছেন।
সম্প্রতি এক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি।’
আসিফ আকবরের কথায়, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।’
সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকেই আসিফের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। ইমন খান নামে এক নেটিজেন লিখেছেন, ‘এটা ভালো সিদ্ধান্ত। এই কাজটা হলে ভবিষ্যতে স্বজনপ্রীতি থাকবে না।’
আরেকজনের ভাষ্য, ‘দলের প্রতি অন্ধভক্ত না হয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করায় আপনার প্রতি ভালবাসা আরও বেড়ে গেল।’ আরাফাত নামে এক নেটিজেন বলেন, ‘আপনার সাহসী কণ্ঠস্বরের জন্য গর্ববোধ করছি। জাতির সাথে যখনই অন্যায় হবে তখনই আপনাদের বলিষ্ঠ কণ্ঠগুলো গর্জে উঠুক।’
রাকিব আল হাসান নামে একজন আসিফের সঙ্গে সহমত পোষণ করে কমেন্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচন কেন আগে চাই?
আমরা এখন পর্যন্ত এই অন্তবর্তীকালীন সরকারের কার্যক্রম যতটুকু দেখেছি তাতে খুব ভালো কিছু দেখতে পাইনি। তাই আমরা চাই আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এতে আমরা ও দেশের জনগণ বুজতে পারবে এই অন্তবর্তীকালীন সরকার কতটা নিরপেক্ষ নির্বচন করতে সক্ষমতা অর্জন করেছে। যেহেতু জাতীয় সরকার নির্বাচন একদিনে হবে আর স্থানীয় সরকার নির্বচন কয়েটি ধাপে হবে তাই স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সরকারও বুঝতে পারবেন তাদের কোথায় কি কি ভূল আছে, কি কি গ্যাপ, আছে, কোথায় কোথায় আর কঠোর পদক্ষেপ নেয়া দরকার। একুই সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসর সেখানে কি ভুমিকা রাখে তাদের বিষয়ে জনগণের প্রতিক্রিয়া বুঝতে পারবেন।
তাই সকল বিষয় মাথায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত।
Share On:
80 Comments
mjMIUkPGu
March 23, 2025 at 12:25ammjMIUkPGu
March 23, 2025 at 12:25amFJqPqWXssDjwv
March 23, 2025 at 4:14pmFJqPqWXssDjwv
March 23, 2025 at 4:14pmZbZaWjLp
March 24, 2025 at 8:26amZbZaWjLp
March 24, 2025 at 8:26amIzyUNCRwAS
March 25, 2025 at 1:20amIzyUNCRwAS
March 25, 2025 at 1:21ambXNzdJjUPYlOasY
March 26, 2025 at 4:47ambXNzdJjUPYlOasY
March 26, 2025 at 4:47amLeave A Reply