সংরক্ষিত মহিলা আসনের এমপিরা শপথ গ্রহণ করেছেন।
আজ বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথমে আওয়ামী লীগের দলীয় ৪৮ জন শপথ নেন। পরে জাতীয় পার্টির দলীয় দুজন এমপির শপথ পড়ান স্পিকার। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শপথ গ্রহণের তথ্য জানানো হয়। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন এমপিকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ দিন গেজেট প্রকাশ করা হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply