কালবৈশাখী ঝড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অন্তত ১০ জায়গায় গাছ ও ডাল ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও র্যাব সদস্যরা গাছ ও ডাল অপসারণ করলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় যানজট হওয়ায় গাড়ি চলাচলে কিছুটা ধীরগতি দেখা দেয়।
সোমবার দুপুরের দিকে কালবৈশাখী ঝড়ে লালপোলে বড় একটি গাছ উপড়ে মহাসড়কে পড়ে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, কালবৈশাখী ঝড়ে ফেনী সোনাগাজী সড়কের ফেনীর দাউদপুল কাঁচাবাজার এলাকায় গাছ পড়ে বড় যান চলাচল বন্ধ হয়। তবে ছোট ছোট যানবাহন চলতে দেখা যায়।
ফেনীর ফাজিলপু হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, মহাসড়কের তার অংশে প্রায় ৫/৬ স্থানে গাছ ও ডাল ভেঙে পড়ে সড়ক বন্ধ হলে দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন।
ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, কালবৈশাখী ঝড়ে ফেনীর প্রায় অর্ধশতাধিক স্থানে গাছ ও ডাল পড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply