শুক্রবার ঢাকার উত্তরার ১০ নিমতলি (ফায়ার সার্ভিসের গলি), নিশাতনগর, দিয়াবাড়ি, তুরাগ, উত্তরা, ঢাকায় রাবিড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই চুক্তি সই হয়।
রাবিড টেকনিক্যাল ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং ওই সেন্টারে জমি ও শেডের মালিকের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল আগস্ট শুক্রবার ঢাকার উত্তরার ১০ নিমতলি (ফায়ার সার্ভিসের গলি), নিশাতনগর, দিয়াবাড়ি, তুরাগ, উত্তরা, ঢাকায় রাবিড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই চুক্তি সই হয়।
চুক্তিপত্র সই হয় ট্রেনিং সেন্টারের জমি ও শেডের মালিক মো: ইব্রাহিম খলিল, মো: হাছান এবং রাবিড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সকল শেয়ার হোল্ডার/পরিচালকদের পক্ষে রাবিডের সভাপতি আরিফুর রহমানের মধ্যে।
এই ট্রেনিং সেন্টার দক্ষ কর্মী গড়ে তুলে ইউরোপ ও উন্নত বিশ্বে কর্মী প্রেরণে একটি মাইল ফলক হিসেবে ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাবিডের সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, কোষাধ্যক্ষ সৈয়দা পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক কলি বিশ্বাস, টেকনিক্যাল ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের শেয়ারহোল্ডার শান্তদেব সাহা, মোঃ ইলিয়াস হোসেন, তসলিম আলম সেলিম, মোস্তাফিজুর রহমান, মোঃ শাইকুল ইসলাম, আমজাদ হোসেন, ইলিয়াস লাম, মোঃ হাফিজুর রহমান, মো: শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো: মইনুল ইসলাম, মানিক দেওয়ান ও রাবিড টেকনিক্যাল ট্রেনিং এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের ম্যানেজার ইসমাইল হোসেন এবং রাবিড কর্মকর্তা মো হাবীবুল্লাহ্।
উভয় পক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে চুক্তি সম্পাদিত হয় এবং তারপর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই ট্রেনিং সেন্টার দক্ষ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের অভিবাসী কর্মীরা সুফল পাবেন এবং একই সঙ্গে দেশের অর্থনীতিও উপকৃত হবে বলে মনে করেন রাবিড নেতৃবৃন্দ।
38 Comments
DzYpjVwdBb
September 18, 2024 at 9:40pmDzYpjVwdBb
September 18, 2024 at 9:40pmEakTDYQhXgQsh
October 23, 2024 at 6:51amEakTDYQhXgQsh
October 23, 2024 at 6:51amaeePgMjgDZgAGTZ
November 04, 2024 at 11:45pmaeePgMjgDZgAGTZ
November 04, 2024 at 11:45pmbtPcJqtiZLx
November 14, 2024 at 5:02ambtPcJqtiZLx
November 14, 2024 at 5:02amAwdFoxbsos
November 22, 2024 at 4:03pmAwdFoxbsos
November 22, 2024 at 4:03pmLeave A Reply