নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জোর করে কিছু করা যাবে না। ৩১ দফা ঠিকমতো বুঝলে আর কিছুর দরকার নাই।
বুধবার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থকেই শেখ হাসিনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল। পরপর তিনটা নির্বাচন বেআইনিভাবে করেছে আওয়ামী লীগ। মিডিয়া ও সচিবালয় সব দখলে নিয়েছিল। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল। আমরা সেটা পার হয়েছি।’
মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে হয়রানি করা হয়েছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আল্লাহর রহমতে যে বিচারক খালেদা জিয়ার রায় দিয়েছিলেন তার বাড়ির ভিটা গুড়িয়ে দিয়েছে মানুষ। তারেক রহমানকেও হয়রানি করা হয়েছে এভাবে।’
এখনকার যুদ্ধ হলো সাইবার ওয়ার। যে ডিভাইসের মাধ্যমে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানো যাবে সেগুলো ব্যবহার করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমাদের দল হলো নলেজড বেইজড। বংলাদেশে যেটা হয়েছে তা কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের অবদান। তরুণ প্রজন্মের কাছে আমাদের অনেক প্রত্যাশা।’
ভাষা আন্দোলন থেকে ছাত্র যুবকরাই আন্দোলন করেছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘যুবকরা রক্ত না দিলে কি শেখ হাসিনা পালাতেন। এটার প্রতিদান দেয়া সম্ভব না।’
Share On:
4 Comments
TNjtqqznCZuCst
December 26, 2024 at 4:17amTNjtqqznCZuCst
December 26, 2024 at 4:17amqsjGCJbDRY
December 28, 2024 at 1:25amqsjGCJbDRY
December 28, 2024 at 1:25amLeave A Reply