জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে নাগরদোলায় আটকে থাকা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে তাদের উদ্ধার করা।রোববার (৩ মার্চ) এ তথ্য জানান ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে রাজীব নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে প্রায় ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ৪০ থেকে ৫০ ফিট উঁচুতে আটকে রয়েছে। ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে। এমন তথ্য দেন রাজীব।
তিনি আরও বলেন, পরে ঘটনাটি খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১০ জন শিশু, তিনজন নারী এবং দুই জন পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply