সমর্থককে গ্রেপ্তার করায় থানার সামনে রাস্তায় বসে পড়লেন আব্দুল লতিফ সিদ্দিকী
টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর এক সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ ও থানার সামনে অবস্থান নিয়েছেন।
এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছেমঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং থানার সামনে অবস্থান নেওয়ার এই ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ২০ মিনিট) এই অবস্থান চলছে।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না।
এদিকে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, হাসমত আলী একজন এজাহারভুক্ত আসামি। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়নি।
হাসমত আলী উপজেলার বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল লতিফ সিদ্দিকীর সমর্থক হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।
Share On:
1 Comments
xssmxfgatq
October 27, 2024 at 3:43pmMuchas gracias. ?Como puedo iniciar sesion?
Leave A Reply