টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোল চত্ত্বর এলাকায় অবস্থা করে কোটা সংস্কার কর্মসূচী পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে ফলে বন্ধ রয়েছে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল । বর্তমানে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ খিলেঅমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা হতে বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আন্দোলনের কারণে বঙ্গবন্ধু।সেতুর উপরসহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে।
অন্যদিকে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ।েএতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহণ সংশ্লিষ্টরা। এছাড়াও কালিহাতীতে প্রায় দুইঘন্টা যাবৎ সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা ।
শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি সংস্কার আমাদের প্যরাণের দাবি। যে পর্যন্ত সংস্কারের কোন ব্যবস্থা না হচ্ছে সে পর্য ন্পত আন্র্যদোলন চালিয়ে যাবো। এছাড়া নিরহ শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা মহাসড়কের গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়েছে। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য বারবার বলা হচ্ছে। তবে তারা সড়ক ছাড়ছেনা। এ কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply