বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ড নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিদেশে নেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন রাখায় হয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহিদ।
তিনি বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না, মেডিক্যাল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই।”
সরকার চিকিৎসায় সার্বক্ষণিক সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, সংকটময় মুহূর্তে দেশবাসীর দোয়া অত্যন্ত প্রয়োজন। “দোয়ার কারণেই হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করছি।”
তিনি দেশবাসীকে গুজব বা কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply