নির্বাচনের পর কক্সবাজার সমুদ্র সৈকতে ফের পর্যটকদের ভিড়
নির্বাচনের পর ফের কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়েছে পর্যটকের সংখ্যা। এতে চাঙাভাব ফিরে এসেছে জেলার পর্যটনকেদ্রিক ব্যবসা খাতগুলোতে। পর্যটকের আগমনে হাসি ফুটেছে জেলার পর্যটন-শিল্পকেন্দ্রিক ব্যবসায়ীদের। সব শঙ্কা-সংকট কাটিয়ে পুরোনো রূপে ফিরছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
সরেজমিনে দেখা গেছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত থেকে সরেনি শীতের কুয়াশা। শীতল জলরাশিতে আছড়ে পড়ছে ঢেউ। এ ঢেউয়ে সমুদ্রস্নানে ব্যস্ত ভ্রমণপিপাসুরা। যেন সমুদ্রে এসে সব ক্লান্তি দূর করছেন তারা। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে মানুষের হইহুল্লোড়। সাগরতীর পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
ঢাকার থেকে আসা সালমা সুলতানা বলেন, ‘জীবনে প্রথমবার কক্সবাজার এলাম। বিশাল সাগর দেখে মুগ্ধ আমি। নির্বাচনের আগে আসার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে আসা হয়নি। নির্বাচনের পর এলাম। পরিস্থিতি স্বাভাবিক মনে হয়েছে।’আরেক পর্যটক নীরব খান বলেন, ‘শীতের কারণে সাগরের পানি বেশ ঠাণ্ডা। তার পরও সাগরের পানি ছেড়ে উঠতে মন চায় না।’
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply