নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বুধবার (১৭ জুলাই) রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন,শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি,র্যাব,সোয়াটের ন্যক্কারজনক হামলা,খুনের প্রতিবাদ,খুনিদের বিচার,সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এ দেশের সকল জনসাধারণের।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে মেট্রোরেল চলাচলের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও সড়ক, রেল ও নৌপথসহ সব ধরনের যোগাযোগ পথ বন্ধ রাখা কথা জানিয়েছে আন্দোলনকারীরা।
তবে আন্দোলনকারীদের ডাকা শাটডাউনে মেট্রোরেল চলবে কি-না জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে বলেন, আমাদের সিদ্ধান্ত চলবে। বাকিটা সময় বলে দিবে।
আগামীকাল যদি কোনো সমস্যা হয় তাহলে বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন কিনা এ বিষয়ে তিনি বলেন, স্বাভাবিক নিয়মেই ট্রেন চলাচল করবে বলে আমরা আশা করছি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply