শীতের ভরা মৌসুম, অথচ চড়া দামেই সবজি কিনতে হচ্ছে ভোক্তাদের। প্রায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকার ওপরে। ফলে নাভিশ্বাস দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
প্রায় সব দোকানেই শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এখনও দাম কমেনি বাঁধাকপি ও ফুলকপির। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গোল কিংবা যে কোনো বেগুনের অবস্থা একই, বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-৯০ টাকা দরে।
ক্রেতারা জানান, প্রতি বছর সবজির দাম কম থাকে, তাই চাহিদা বেড়ে যায়। কিন্তু এ বছরের চিত্র উল্টো। শীতের মৌসুম চলছে, কিন্তু সবজির দাম কিছুতেই কমছে না। সব জিনিসের দাম বাড়তি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply