মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ১৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) সকালে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
মাদারীপুর পৌরসভার ১৪৯তম বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১শ’ ৩৮ কোটি ৫০ লাখ ০৭ হাজার ৭শ’ সাইত্রিশ টাকা। ব্যয় দেখানো হয় ১শ’ ৩৮ কোটি ০৭ লাখ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ৪৩ লাখ ০৭ হাজার ৭শত সাইত্রিশ টাকা।
গত অর্থবছরে এ বাজেটের পরিমাণ ছিল ১শ’ ১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯শ’ একান্ন টাকা।
নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি এনায়েত হোসেন নান্নু, পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply