যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশের সংগীতশিল্পী জন কবির সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে গিটার বাজিয়ে শুনিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুইন্সে। সেখানে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে ঠিকানা গ্রুপ।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠিকানা টিভির প্রধান নির্বাহী খালেদ মহিউদ্দিনসহ দুই শতাধিক অতিথি।
জানা যায়, ওই দিন সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার নেতৃত্বে ছিলেন জন কবির। ৪০ মিনিটের বেশি সময় ধরে চলে অনুষ্ঠানটি। সেখানেই ‘হাই হোপস’ গানটি গেয়ে শোনান গায়ক রুহিন হোসেন আর সে গানের সঙ্গে গিটার বাজান জন।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জন কবির বলেন,
জোহরান মামদানির সামনে পারফর্ম করাটা ভীষণ আনন্দের। মনে হচ্ছিল, ভাই-ব্রাদারের সামনে গিটার বাজাচ্ছি।
তার ভাবনাচিন্তার সঙ্গে মিলি যায় ‘হাই হোপস’গানটি। যে কারণে ওইদিন গানটি তিনিও বেশ উপভোগ করেছেন। অনুষ্ঠানে তার সঙ্গে তেমনভাবে কথা বলার সুযোগ ছিল না। তবে তিনি অসাধারণ একজন মানুষ। ভবিষ্যতে তার সঙ্গে কিছু কাজ করার পরিকল্পনা চলছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply