ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহমেদ রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শিশু আয়ান খতনা করাতে গিয়ে ইউনাইটেডে ‘ভুল’ চিকিৎসায় নিহত হয় বলে পরিবার অভিযোগ করে আসছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাজিরুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আয়ানের বাবা জিডিতে অভিযোগ করেন, রবিবার বেলা ১১টার দিকে আমি ও আমার মামা আবদুস সালাম কবীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিটের (পিটিশন নং-২০১/২৪) শুনানিতে আসি।
শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে শাহবাগ থানার অধীন হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে আসার পথে ফুটপাতের ওপর পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন।
আমি যদি মামলা তুলে না নিই, তবে অফিসে যাওয়ার সময় আমার যেকোনও ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন তারা।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply