শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান, ভোররাতে গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদী সংলগ্ন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফ নদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কতিপয় ব্যক্তির আনাগোনা দেখা যায়। এসময় কোস্টগার্ডের একটি বিশেষ দল নাফ নদী থেকে তাদেরকে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নাফ নদী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে ৫ বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাগুলো খুলে তল্লাশি করে ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দকৃত বিয়ার এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply