রংপুরের বদরগঞ্জে আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোর বাবা-মায়ের কাছে আবদার করেছিল একটি মোটরসাইকেলের। কিন্তু দরিদ্র বাবা মা তা কিনে না দেওয়ায় অভিমানে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরিফুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিগঞ্জ নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল ইসলামের বাবা মা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। আর আরিফুল তার নানির সঙ্গে থেকে এলাকায় রাজ মিস্ত্রির লেবার হিসেবে কাজ করতো।
সে দীর্ঘদিন ধরে বাবা মায়ের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলেন। তা কিনে না দেওয়ায় আরিফুল গতকাল শুক্রবার রাত ৮টার দিকে অভিমানে ইঁদুর মারা গ্যাসের ট্যাবলেট খান। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিন্দিউল হাসান চৌধুরী শান্ত বলেন, ‘শুনেছি পরিবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরিফুল আত্মহত্যা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।’
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনোয়ার জাহান বলেন, ‘আরিফুলের মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply