প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল ও রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
বক্তারা বলেন, জামুকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে বীর মুক্তিযোদ্ধারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন। জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে গাফিলতি ও অবহেলা মেনে নেবে না মুক্তিযুদ্ধ মঞ্চ। এদেরকে চিহ্নিত করে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবশ্যই যথাযথ সম্মানের সঙ্গে সেবা প্রদান করতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে। বীর মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান ও সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বদলি করে এসব প্রতিষ্ঠানে নিয়ে আসার জোর দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ দফা দাবিগুলো:
১. দ্রুত যাচাই-বাছাইপূর্বক অমুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে একটি স্বচ্ছ চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে হবে।
২. বিএনপি-জামায়াতের শাসনামলে গঠিত জামুকার কতিপয় দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করতে হবে।
৩. ১ম ও ২য় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করতে হবে।
৪. রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করে এদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও নাগরিকত্ব বাতিল করতে হবে।
৫. বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের ওপর হামলা, মামলা, হত্যা ও নির্যাতন বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুনসহ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন ।
Share On:
3 Comments
EadYuwWbnBYg
September 21, 2024 at 11:39amXyzymwNietuK
September 24, 2024 at 5:02pmXyzymwNietuK
September 24, 2024 at 5:02pmLeave A Reply