মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে একটি সুপারবোর্ড কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত দুই শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাও এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, কারখানার আগুন নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের দুটি, নারায়ণগঞ্জের দুটি ও কুমিল্লার দাউদকান্দি দুটিসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাপত্র তৈরি করে গোডাউন রাখা হয়েছিল কারখানাটিতে। আজ দুপুরে হঠাৎ করে আগুল লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পরে। এতে নদীর তীরে নোঙর করা পাটখড়ি ট্রলার আগুন লেগে যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তবে কি কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply