সিনেমাটি নির্মাণে সময় লেগেছে তুলনামূলক বেশি, তবে মানের প্রশ্নে কোনো আপস করেননি পরিচালক।
এ প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা মানেই এক ধরনের দায়বদ্ধতা। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন—সব মিলিয়ে পুরো প্রক্রিয়াই ছিল ভীষণ চ্যালেঞ্জিং।’
‘বনলতা সেন’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এতে আরও অভিনয়ে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।
0 Comments
No Comment YetLeave A Reply