মাধনগর এলাকার শামীম বলেন, ‘স্থানীয় ডিলারদের কাছে চাহিদা মোতাবেক সার না পেয়ে বাইরের জেলা থেকে বেশি দামে টিএসপি সার সংগ্রহ করতে হচ্ছে।’
মাধনগর ইউনিয়নের ডিলার ভাই ভাই স্টোরের ম্যানেজার রানা বলেন, ‘বরাদ্দ কম হওয়ায় ৬ ডিসেম্বরের মধ্য টিএসপি সার শেষ হয়ে গেছে। ডিসেম্বরে নতুন সার না এলে টিএসপি সার সরবরাহ সম্ভব না।’
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, ‘টিএসপি সারের উপাদান ও ডিএপি সারের উপাদান একই। তাই প্রতিমাসেই টিএসপি সারের চেয়ে ডিএপি সারের বরাদ্দ বেশি দেয়া হয়েছে। টিএসপির চেয়ে ডিএপি সারের কার্যক্ষমতা বেশি ও সরবরাহ বেশি থাকায় ডিএপি সার ব্যবহারের পরামর্শ দেন তিনি।
হালতি বিল অধ্যুষিত নলডাঙ্গা উপজেলায় ১৪ হাজার ৮৭৯ হেক্টর জমিতে আবাদ হয় বলে জানায় কৃষি বিভাগ।
0 Comments
No Comment YetLeave A Reply