নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ২
নিউজ ডেস্ক:
নাগরিক আলো প্রতিবেদক
প্রকাশিত: 30 December, 2025
1
নাটোরের বড়াইগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।
নিহতরা হলেন: নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলী ছেলে চালক সোহাগ হোসেন ও টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও বিক্রয় প্রতিনিধি নিহত হন।’
তিনি আরও বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনি প্রক্রিয়াগ্রহণ চলমান রয়েছে।’
0 Comments
No Comment YetLeave A Reply