কুয়াশা কেটে সূর্যের দেখা মিলতে পারে
টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতে জবুথবু দেশ। তীব্র শীতের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। বিভিন্ন জেলায় টানা পাঁচ থেকে ছয়দিন ধরে সূর্যের দেখা নেই। আর এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। অবেশেষ তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সংস্থাটি বলছে, চলমান শীতের তীব্রতা সোমবারও (১৫ জানুয়ারি) থাকতে পারে। তবে, রাজাধানীসহ দেশের কিছু কিছু এলাকায় সোমবার রোদের দেখা মিলতে পারে। সেজন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ মাসে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ রোববার (১৪ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বলেন, সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, দুয়েক স্থানে রোদ দেখা দিতে পারে। রাজধানীতে মঙ্গলবার কিছুটা রোদ উঠতে পারে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বুধবার থেকে দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পর কুয়াশা অনেকটা কেটে যাবে। শীতও কমতে শুরু করতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের মতে, সোমবারই রাজধানীর আকাশে কুয়াশা কাটতে শুরু করতে পারে। দেখা মিলতে পারে সূর্যের।বলল আবহাওয়া অফিস বলল অফিস।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply