রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে লাগা আগুন থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেন চিকিৎসকরা। শ্বাসকষ্টসহ নানা জটিলতা থাকা ৩ জনকে পর্যবেক্ষনে রাখার কথা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা। আর ঢাকা মেডিকেলে ভর্তি ২ জন। দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলের হিমঘরে রয়েছে।
গত ২৯শে ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলী রোডে রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে আটকা পড়াদের মধ্যে প্রাণে বেঁচে যান বেশ কয়েকজন। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন ১৪ জন।
গত দুই দিনে এই ১৪ জনের মধ্যে কয়েক ধাপে ৯ জনকে ছাড়পত্র দেয় চিকিৎসকরা। সবশেষ গতরাতে একজন ও সকালে আরও একজনকে ছাড়পত্র দেয়া হয়। শ্বাসকষ্ট সহ নানা জটিলতা থাকায় বাকি ৩জনকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। তবে এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বরে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন তরিকুল ইসলাম।
আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে আরো দুইজন। শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তাদেরও চিকিৎসা দেয়া হচ্ছে।
বেইলী রোডে রেস্টুরেন্ট ভবনে অগ্নিকান্ডে মারা গেছে ৪৬ জন। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। গতকাল তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে পোড়া ভবনে আগুনের আগুন লাগার কারণ খতিয়ে দেখতে বিভিন্ন সংস্থা কাজ করছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply