অনুশীলনের সময় পিস্তলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে উড়ে গেছে বিমানবাহিনীর এক শুটারের বাঁ হাতের বুড়ো আঙুল। শনিবার (২ ডিসেম্বর) ঘটনাটি ঘটে দিল্লির কার্নি সিংহ রেঞ্জে। জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই শুটার।
অনুশীলনের সময় পিস্তলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে উড়ে গেছে বিমানবাহিনীর এক শুটারের বাঁ হাতের বুড়ো আঙুল। শনিবার (২ ডিসেম্বর) ঘটনাটি ঘটে দিল্লির কার্নি সিংহ রেঞ্জে। জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই শুটার।
পুষ্পেন্দ্র কুমার নামে বিমানবাহিনীর ওই শুটার শনিবার (২ ডিসেম্বর) বিকেলে ভূপালে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছিলেন। কয়েক দিনের মধ্যেই তার ভূপাল যাওয়ার কথা ছিল। কিন্তু এদিন তিনি অনুশীলনের ফাঁকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন। সে সময় হঠাৎ পিস্তলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে তার বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় ভারতীয় সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে। পুষ্পেন্দ্র পেশায় বিমানবাহিনীর কর্পোরাল। তার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট অংশ নেয়ার কথা ছিল।
দুর্ঘটনার সময় কাছে থাকা এক শুটিং কোচ বলেন, মূল সিলিন্ডার থেকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিল পুষ্পেন্দ্র। হয়ত এ সময় পিস্তলের সিলিন্ডারে গ্যাসের চাপ বেশি হয়ে যায়। ধারণা করা হচ্ছে সেখান থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। ভাগ্য ভালো উনার হাতের তেমন কোনো ক্ষতি হয়নি। তাই শুটিং চালিয়ে যেতে তারা কোনো সমস্যা হবে না। তার আশা, চোট গুরুতর হলেও অস্ত্রোপচারের সাহায্যে পুষ্পেন্দ্রর আঙুল ৯০ থেকে ৯৫ শতাংশ স্বাভাবিক করে দেয়া সম্ভব হবে।
উল্লেখ্য, একটা সময় এয়ার পিস্তলের সিলিন্ডারে কার্বনডাই অক্সাইড ব্যবহার করা হত। প্রযুক্তিগত উন্নতির ফলে এখন তার পরিবর্তে এলপিজি ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময় পর পিস্তলের সিলিন্ডার পরিবর্তন করতে হয়। তার জন্য অবশ্য শুটারদের বাড়তি খরচ বহন করতে হয় না। পিস্তল নির্মাণকারী সংস্থাই নির্দিষ্ট সময় অন্তর বিনামূল্যে পিস্তলের সিলিন্ডার বদল করে দেয়।
Share On:
1 Comments
uambqnjluk
November 03, 2024 at 3:20pmMuchas gracias. ?Como puedo iniciar sesion?
Leave A Reply