বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন এই প্রজন্মের বিদ্রোহী কণ্ঠ শহীদ শরিফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইতিহাসের দুই বিদ্রোহীর পাশাপাশি শায়িত হওয়াটা যেন শক্তির প্রতীকে পরিণত করেছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে।
শুধু রাজধানী নয়, দেশের দূরদূরান্ত থেকেও আসেন নানা বয়সি মানুষ। কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, কেউ আবার আকশের দিকে আংগুল তুলে দোয়া করেন, কেউ আবার হাদির সমাধির সামনে দাঁড়িয়ে করেন দোয়া ও মোনাজাত।
সাধারণ মানুষের চোখেমুখে শুধু বেদনা। তারা বলছেন, হাদি মারা যাওয়ার পর যেভাবে তার কবর পাহারা দেয়া হচ্ছে, সেই নিরাপত্তা যদি আগেই দেয়া হত, তাহলে আজ হয়ত হাদি বেঁচে থাকতেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply